ডিসেম্বরের রাতগুলো !
ডিসেম্বরের রাতগুলো খুব ভয়ংকর হয়!
আমাকে ক্লান্ত করে দেয় প্রতিটা রাত ..
বইয়ের পাতা আর নীল ধোয়া আমাকে আচ্ছন্ন করে তোলে । কলমের গতিপথ বদলে যায়
আর সাথে বেজে চলে শিশিরের ডাক,
বড্ড নিঝুম নিশ্চুপ!
আমি হাসাতে পারি, কাঁদানো'র মত ক্ষমতা আমার নেই, কান্নাতে নিস্তব্ধতা ! জন্মতে আনন্দ পাই, মৃত্যুতে খুব ভয়। মৃত্যুর ভয়কে আড়াল করতে পারি সামান্য রক্তের বদলে। এক চিলতে হাসিতে আমি হাসার উৎসাহ পাই। চোখের দিকে তাকিয়ে ভালোবাসাটুকু খুজি, ভয় কিংবা মিথ্যাকে নয়, ঘৃণা করি মিথ্যাকে। মানুষের পরিবর্তন দেখতে পারি কিন্তু ধবংস সহ্য হয়না। ভোরের আকাশ দেখতে ভালোবাসি, সূচনাই স্নিগ্ধতা আর রাতের আকাশে চিন্তিত। ভালোবাসতে খুব ভালোবাসি, মানুষকে। আমি বাচতে দেখে উল্লাস করি, বেচে থাকার আনন্দ পাই, বেচে থাকি ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন