আমার গল্পে এই চরিত্রটি একটু বেশিই "বিশেষ"

জীবনের কোনো এক অধ্যায়ে একটি বিশেষ চরিত্রের কথা বলা আছে, আমার গল্পে এই চরিত্রটি একটু বেশিই "বিশেষ" !! শুধুমাত্র চোখের দিকে তাকিয়েই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে প্রতিটা মূহুর্তে, ছেলেটার সাথে আমার সম্পর্কটা ছিল ঠিক এর থেকেও গভীরতার। যা খুব সংক্ষিপ্ত আকারে আজ বলতে চাই, বলা দরকার। সিহাব একটি নাম, আমার ছেলের নাম। প্রতিটি সন্তান যেমন বাবার হাত ধরে হাটা শেখে ঠিক তেমনি শিহাবও আমার হাত ধরে হাটতে ভালবাসত। আমার কাছাকাছি থাকতে ভালবাসত। আমার সাথে ইতিহাস গড়তে ভালবাসত। আমার কথাগুলো শুনত আর মনের ভেতর গেথে রাখত। সিহাব, আমার ছেলের নাম, আমার বন্ধুর নাম, আমার মামার নাম, আমার ডায়েরির নাম আর আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। পরিচয় হয়েছিল সম্ভবত কোনো এক নাটকীয় দৃশ্যের মধ্যে দিয়ে। একটা গাং নিয়ে চলতাম, তখন আমি হয়ত ৭-৮ বছরের কাছাকাছি, সেই সময়টাতেই নামটা প্রথম শুনি। আমার থেকে কিছু বছর বেশি বয়সের একটি ছেলেকে দেখতাম চুপচাপ থাকতে। ওদের বাসার পিছনে রাস্তার ওপরে ছিল আমার ক্রিকেট পিচ, নানা বাড়ির ঠিক পাশের বাড়িটা। কিভাবে জানিনা একদিন কাছে টেনে নিলাম, হয়ত এটাই বিধাতা তার বিধান...