পোস্টগুলি

জামাল নজরুল ইসলাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জামাল নজরুল ইসলাম এবং ঝিনাইদহ !

ছবি
জামাল নজরুল ইসলাম ... ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে জন্মগ্রহণ করেন !! একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ ও গণিতবিশারদ। ঝিনাইদহ জেলার অনেকে এই মহান বিজ্ঞানীর নাম পর্যন্ত জানে না !! ২০০১ সালের মাঝামাঝি সময়ে পৃথিবী অচিরে ধ্বংস হয়ে যাচ্ছে- এ রকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। আতঙ্ক মারাত্মক হয়ে দেখা দেয়ার আগেই আমাদের সব উদ্বেগকে প্রশমিত করেছিল যাঁর অভয়বাণী তিনি জামাল নজরুল ইসলাম (আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি জে.এন. ইসলাম নামে পরিচিত)। তাঁর প্রিয় বন্ধুদের মধ্য ১  জন "স্টিফেন হকিং" আরো ছিলেন আবদুস সালাম, জোসেফসন এবং অমর্ত্য সেন । ঝিনাইদহের স্কুল কলেজগুলোতে জে.এন. ইসলাম এর কথা কি কখনো বলা হয় ? ১৯৬৭ সালে জামাল নজরুল ইসলাম কেমব্রিজের ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল অ্যাস্ট্রোনমিতে কাজ শুরু করেন । হকিং পরে এসে সেখানে যোগ দেন। বাংলা একাডেমী থেকে প্রকাশিত 'কৃষ্ণ বিবর' (ব্ল্যাকহোল) এবং রাহাত-সিরাজ প্রকাশনী থেকে প্রকাশিত 'মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা এবং অন্যান্য প্রবন্ধ' ও 'শিল্প সাহিত্য ও সমাজ' নামক বইগুলি তাঁর লেখা অন্যান্য বইয়ের মধ্যে অন্যতম। জামাল নজ...