মীর জাফররা যুগে যুগে কালে কালে থাকবে !

স্বপ্ন হারিয়ে গিয়েছিল অনেক আগেই। সেই ক্লাইভ , মীর জাফররা আমাদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছিল , স্বপ্নের বুকে ছুরি চালিয়েছিল। তারপর কত শত দিন কেটে গেল , স্বপ্নের সঠিক ঠিকানা কেউ পেল না। কালক্রমে ব্রিটিশ জাতি থেকে পরিনত হওয়া গালি মীর জাফর নামটা বঙ্গদেশে নিষিদ্ধ হলো। স্বপ্নের বীজ বুনা শুরু হলো। প্রথম বিশ্বযুদ্ধেই হয়ত নিখিল ভারত স্বাধীনতা লাভ করতো। বঙ্গ ভঙ্গেই হয়তো বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌছে যেত। ক্ষুধিরামরা বাদ সাধল, বাধ্য করলো বঙ্গভঙ্গ রদ করতে। বাংলা আবার স্বপ্ন হারালো .. . ৩০ এর দিকে গর্জে উঠল আবার কিছু অকুতোভয় যোদ্ধারা। মাস্টারদা , আম্বিয়া , লোকনাথরা দখল করে নিল চট্টগ্রাম । স্বপ্নের যেন সন্ধান মিললো। এবারও মসনদের লোভে নতুন মীরজাফরের জন্ম হলো। আবার পিছিয়ে গেলাম .. ৩৯ এ আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাসরা আজাদ হিন্দূ ফৌজ নিয়ে যুদ্ধ ঘোষনা করলো। ইংরেজরা মার খাচ্ছে। এই সুযোগ , এবার বাদ সাধলো গান্ধী সাহেব , জহুরলাল নেহেরু সাহেবেরা। বলে উঠল , ইংরেজদের এই বিপদে...