মাঝে মাঝে আমি লুকিয়ে থাকি!!

মাঝে মাঝে আমি ডুব মারি / হারিয়ে যায় / লুকিয়ে থাকি!! একে বারে কোন খোজ খবর ছাড়া থাকার মতো। এটা আমার চরিত্রেরই একটি অংশ। এতে করে খুব সহজেই বেছে নেওয়া যায় আমার প্রকৃত কাছের মানুষগুলোকে । যারা আসলেই আমার অনুপস্থিতি অনুভব করে। পাশাপাশি সেই সব সুবিধা বাদীদেরও আলাদা করা যায় খুব সহজে। যারা নিজের ফায়দা তোলার জন্যে আমার কাছা কাছি ছিলো.....