পোস্টগুলি

আমার প্রথম ডাক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জন্মের পর প্রথম আব্বু বলে ডাকতে শিখেছিলাম !!

ছবি
জন্মের পর প্রথম আব্বু বলে ডাকতে শিখেছিলাম  । তখন আমি অনেক ছোট , একদিন খাচ্ছিলাম না বলে দাদী আমায় বলেছিল “ খেয়ে নে নাহলে জুজু ধরে নিয়ে যাবে   !” আব্বু কাছেই ছিল । ঐ দিন রাতে যখন সবাই ঘুম আব্বু আমায় কোলে নিয়ে চুপি চুপি বাইরে বের হল ! কোথায় যাচ্ছি জিজ্ঞেস করতে উত্তরে আব্বু বলেছিল “ আজ রাতে জুজু ধরতে হবে  !! “ কিছু সময় খোঁজাখুঁজি করে জুজুর দেখা পেলাম না ! আব্বু বলেছিল “জুজু আমার খোকাকে দেখে ভয়ে লুকিয়েছে   !!” ফিরে এসে আমায় আবার ঘুম পারিয়ে দিল । পরদিন যখন আবার দাদী জুজুর ভয় দেখিয় ে খাওয়ার কথা বলেছিল আমার উত্তর ছিল “ জুজু আমাকে দেখে ভয় পায়  !! “ স্কুলে ভর্তি হতে গেলাম , স্যার দাঁত দেখে বলেছিল “ তোমার বয়স হয়নি ২ বছর পরে আসবা  !! “ বাসায় ফিরে সেকি কান্নাকাটি ... সেদিন ঝড়ের রাতে আব্বু আমায় বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিল “ বই পড়বা ? “ আমি উত্তরে বলেছিলাম “হু” । আব্বু আমায় ১ টা বই পড়তে দিয়েছিল বইটার নাম “সে-উ-সেন !! কাজী আনোয়ার হোসেনের অনুবাদ করা সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ” । সেদিনকার সেই বইটায় ছিল অ-আ-ক-খ এর পর আমার জীবনের ২য় বই যা ২৫-...