পোস্টগুলি

লালন শাহ্‌ জীবন ও গান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সব লোকে কয় লালন কি জাত সংসারে।

ছবি
" ইহার জীবনী লিখিবার কোন উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না। শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশতঃ কিছুই বলিতে পারে না " তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে এতটুকুই বলা হয়। তিনি জাত পাত ধর্ম বর্ণ সবকিছুর ভেদাভেদ ভুলে মানব ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন বলেই তাকে সর্বপ্রথম " মহাত্মা " উপাধি দেওয়া হয় .... নিজের সম্পর্কে তিনি তার গানের মধ্যে বলে গেছেন  " সব লোকে কয় লালন কি জাত সংসারে  লালন বলে জাতের কিরুপ, দেখলাম না এই নজরে  " - কাঙাল হরিনাথ তাঁকে জানতেন, মীর মশাররফ চিনতেন, ঠাকুরদের হাউসবোটে যাতায়াত ছিল, লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্রেয় তাঁকে সামনাসামনি দেখেছেন কতবার, গান শুনেছেন, তবু জানতে পারেন নি লালনের জাতপরিচয়, বংশধারা বা ধর্ম। ( সুধীর চক্রবর্তী ) -কিছু সূত্রে পাওয়া যায় লালন শাহ ১৭৭৪ খ্রিষ্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার (বর্তমান বাংলাদেশের) ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ( উইকিপিডিয়া ) -লালনের সম্পর্কে বিশদভাবে কোনো তথ্য পাওয়া যাইনা। তার সবচেয়ে অবিকৃত তথ...