About Me






                                                                                              হৃদসত্বা  আমিত্ব  আমার আমি   
         

আমি হাসাতে পারি, কাঁদানো'র মত ক্ষমতা আমার নেই, কান্নাতে নিস্তব্ধতা। জন্মতে আমি আনন্দ পাই, মৃত্যুতে খুব ভয়। মৃত্যুর ভয়কে আড়াল করতে পারি সামান্য রক্তের বদলে, এক চিলতে হাসিতে আমি হাসার উৎসাহ পাই। আমি চোখের দিকে তাকিয়ে ভালোবাসাটুকু খুজি, ভয় কিংবা মিথ্যাকে নয়, ঘৃণা করি মিথ্যাকে। মানুষের পরিবর্তন দেখতে পারি কিন্তু ধবংস সহ্য হয়না, সৃষ্টিতে ভালোলাগা। ভোরের আকাশ দেখতে ভালোবাসি, সূচনাই স্নিগ্ধতা আর রাতের আকাশে চিন্তিত। ভালোবাসতে খুব ভালোবাসি, মানুষকে। আমি বাচতে দেখে উল্লাস করি, বেচে থাকার আনন্দ পাই, বেচে থাকি

             
                                                 

                                                                                                                                                                                                                                   
  • T-Cinema
    সদস্যFebruary 23, 2015 to presentJhenida, Dhaka, Bangladesh
    যাদের মগজে-মননে নিয়ত ঘুরপাক খায় সিনেমা, যারা অপেক্ষায় থাকেন একটা ভালো সিনেমার জন্য, একটা সিনেমাহল বন্ধ হলে যাদের মন খারাপ হয় ভীষণ, সেইসব সিনেমাপ্রেমীদের একত্রিত করার প্রয়াসে টি-সিনেমার যাত্রা শুরু হয়েছে । আমাদের বিশ্বাস, একদিন ঠিক সত্যি হয়ে ধরা দেবে আমাদের সম্মিলিত স্বপ্নেরা। মাথা ভরা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে এলোমেলো ঘুরবে না আর নগরে নতুন আসা সিনেমা-সারথি। স্বমহিমায় উঠে দাঁড়াবে আবার উপহার-রাজমনি-বৈশাখী। একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই বিশ্বজুড়ে বাঙালির সিনেমা।
  • BG Group
    Administration DirectorJanuary 13, 2015 to presentJhenida, Dhaka, Bangladesh
    বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ১০০% তথ্য ও প্রযুক্তি নির্ভর করতে এবং শিক্ষা ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করতে BG Group কাজ করছে..
  • ভাষা - VASA
    VolinteerOctober 16, 2014 to presentJhenida, Dhaka, Bangladesh
    শেকড়ের সন্ধানে গতিময়, আমরা চলেছি দুর্বার দুর্জয়
  • ঝিনেদা থিয়েটার
    সাংস্কৃতিক কর্মীJuly 19, 2014 to presentJhenida, Dhaka, Bangladesh
    আত্মপ্রকাশ ১৯৮৬ সালে।কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের বকুল তলা – সবেদা তলায় প্রতিষ্ঠা হয়! দলটি শহর ছাড়াও বিভিন্ন গ্রাম- গঞ্জে নাটক মঞ্চস্থকরে যথেষ্ট সুনাম অর্জনকরেছিলো ,নাটকগুলির মধ্যে ছিলো লাশ,করমআলীর দুরবিন,কাকলাশ, ককটেল, বাসন সহ অনেক সুনাম ধন্য নাটক মঞ্চায়ন করে,নাদিম উদ্দিন রানা এই সংগঠনের প্রতিষ্ঠাতা,সেই সময়ে গনেশ নন্দী, চঞ্চল সরকার, রেসাউদ্দোল্লাহ রেসা,স্বপন,পবিত্র রায়,কাজল বিশ্বাস ,অরুন, সনত,হাসিব,বাপ্পি সহ,আরো অনেকের নাম এই সময়ে মনে করতে পারছি না,আছে কি না জানি না। বেশ কিছু সুনাম ধন্য নাট্যকর্মি কাজ করতো,৯৬ সালের পর দলটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়, পরবর্তীতে 200৭ দিকে ঝিনাইদহের উদীয়মান তরুণ নাট্য কর্মী ও সংগঠক শামীম আহম্মদের নেতৃত্বে এক ঝাঁক তরুণ নাট্য কর্মী আবারো ঝিনেদা থিয়েটারের কার্যক্রম শুরু করে,শুরুতেই জনৈক মহা প্রয়াণ, ককটেল ২,বাসন,ডাকঘর,পুতুলের বিয়ে, নিশান, ইঁদারা,ককটেল ১,অন্ধকার, একটি কুকুরের শ্রেণী চরিত্র, খেপা পাগলার প্যাঁচাল,জলবায়ু পরিবর্তন এবং ,অন্ধকার সহ বেশ কিছু নাটক সফল মন্ঞায়ন করে, বেশ

    জনপ্রিয়তা পাই এই দলটি, বর্তমানে ঝিনাইদহের অন্যতম নাট্য দল হিসাবে সুনামের সাথে পথ চলছে,ঝিনেদা থিয়েটারের অন্যতম শিশু সংগঠন ভোর হলো আজ স্হানীয়,জাতীয় পর্যায়ে বেশ অবদান রাখছে, দলটির বর্তমানে সভাপতি ঝিনাইদহের খুব পরিচিত সাংস্কৃতিক সংগঠক একরামুল হক লিকু ,ওনার সফল নেতৃত্বে আজ ঝিনেদা থিয়েটার ওপারভেজ ইমামের নেতৃত্বে ভোর হলো সফলভাবে পথ চলছে.এবং ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় চলছে যেখানে নাটক, গান,আবৃত্তি, নাচ,ছবি আঁকার ক্লাস নিয়মিত চলছে, সংগীতের তালিম দিচ্ছেন ঝিনাইদহের সংগীতের প্রধান ওস্তাদ বাবু অজয় কুমার দাস,ওস্তাদ আবদুল গাফফার অংকনের শিক্ষক শফিক স্যার, নাটকের ক্লাস নিচ্ছেন শামীম আহম্মেদ সহ অন্যান্য সুনাম ধন্য প্রশিক্ষক গন,হাতের মুঠোয় হাজার বছরের সংস্কৃতি বুকে ধারন করে।

    ঝিনেদা থিয়েটার প্রতিবছর “বাউল হাট ” নামে একটি লোক উৎসব করে থাকে,এই দলের বর্তমানে বড় অর্জন লালন ফকির লালন শাহ্,সিরাজ শাহ, পান্জু শাহ দুদ্দু শাহ সহ শত মনিষীর জন্মভিটায় পৃথিবীর সবচেয়ে বড় একতারা প্রতিষ্ঠা,যার স্বপ্ন পুরুষ থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু,সহ সংগঠনের কর্মীরা। ঝিনাইদহের নাট্য প্রেমিরা আশা করে এই নাট্য দল তাদের নতুন নতুন মন্চ নাটক নিয়ে মন্চে আসুক বারবার, নাটকছাড়াও বিভিন্নসাংস্কৃতিক ,জাতীয় ,কর্মকান্ডে সম্পৃক্তথাকে,দলটি প্রতিবছর বার্ষিক উৎসব করে থাকে যেখানে দেশ বরেণ্য নাট্যজন, শিল্পী, সাহিত্যিক, অংশগ্রহণ করে,দলটির অন্যতম উৎসব হলো লোক উৎসব, নাট্য উৎসব, দুইবাংলার উৎসব, সহ সকল জাতীয় অনুষ্ঠান করে থাকে, নাটক গান, কবিতা,নাচ,সংগঠনের মুল প্রাণ, দলটিতে বর্তমানে ইতিহাস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক জাগো এবং নাটক পন্তা আকালীর মহড়ায় আছে খুব শ্রীগ্রই নাটক দুটো মন্ঞে আনবে ঝিনাইদহের অন্যতম এই নাট্য দলটি। ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গন যাদের দৃপ্ত পদচারনায় মুখরিত হবে , সে সব প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে ঝিনেদা থিয়েটার, আত্ম প্রকাশের এই দিনে আপনাদের সহযোগিতা ও পরামর্শ এগিয়ে যাওয়ার পাথেয় হবে।
  • Shishukali Model High School
    Web DeveloperFebruary 28, 2008 to presentJhenida, Dhaka, Bangladesh
    ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সংলগ্ন একটি আধুনিক মানসম্মত সৌন্দর্য্য মন্ডিত সুরম্য পরিবেশ বেষ্টিত "শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়"-টি ১৯৯৫ সালে স্থাপিত হয়ে স্বল্প সময়ে অত্যন্ত সুনামের সহিত অত্র এলাকায় শিক্ষাবিস্তারে প্রসংশনীয় ভূমিকা পালন করে আসছে এবং আশানুরূপ সাফল্য অর্জন করেছে। অত্র প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী অত্যন্ত আন্তরিকতারসাথে ক্লাস পরিচালনা করেন।
  • বাউল হাট - Baul Hatt
    Administrating Director (IT)October 20, 2015 to February 19, 2016Jhenida, Dhaka, Bangladesh
    , ঝিনাইদহে ফকির লালন শাহ্, মরমী কবি পাগলা কানাই, সিরাজ শাহ্, বাউল দুদ্দু শাহ্, বাউল পাঞ্জু শাহ্, গাজী-কালু-চম্পাবতী, বাঘা যতীন, বীরশ্রেষ্ট হামিদুর রহমান, কে.পি.বসু, ইলা মিত্র, কবি গোলাম মোস্তফা প্রমূখ গুণীজন সমৃদ্ধ ইতিহাসের স্মরণীয় ব্যক্তিদের তীর্থ জন্মস্থান। ইতোমধ্যে ঝিনাইদহ জেলা একটি আদর্শ ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে সারা দেশে পরিচিতি অর্জন করেছে। এ সমস্ত বাউল সাধক এবং কীর্তিমান ব্যক্তিদের স্মরণে ঝিনাইদহ জেলার হাজার বছরের লোকঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন “ঝিনেদা থিয়েটার” আয়োজন করতে যাচ্ছে আগামী ২৫,২৬,২৭ ফেব্রুয়ারী ২০১৭ ইং তারিখে ৩ দিন ব্যাপী “বাউল হাট” নামে এক লোকজ সাংস্কৃতিক উৎসব। উক্ত অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় মরমী কবি পাগলা কানাই এর জারী গান, কবি গান, লাঠি খেলা, বাউলদের ভাব সঙ্গীত, অষ্টক পালা, গম্ভীরা, লোক নাটক, লোক পালা, গাজীর গান প্রদর্শিত হবে। আমরা আশা করি উক্ত অনুষ্ঠানে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে বাঙালী সংস্কৃতির আদি ঐতিহ্যকে তুলে ধরবার প্রত্যয়ে বাঙালির অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে মূল্যবোধের বিকাশ সাধন হবে। এ উৎসব শুধু বিনোদনের নয়, জঙ্গীবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়ীকতার দর্শনে গণ মানুষকে ঐক্যবদ্ধ করা।
    • Options
       
    •  
PROFESSIONAL SKILLS

  • ASP.NETBootstrapBusiness PlanningC ProgrammingContent WriterData Communication and NetworkingDesktop applicationGoogle MapsGraphics DesignHTML5 & CSSJavaScriptJoomlaMaya - 3D AnimationMySQLNetwork & Internet Security SpecialistOffice Management/TechnologySearch Engine OptimizationSQL Server 2012Vector illustrationWordPres
  • Aptech Computer Education
    Mar 31, 2017 to 2018Computer hardware & networkingKolkata
    শিক্ষার কোনো সীমাবদ্ধতা থাকেনা! !
    এটাই শিখলাম ...
    সাথে আরো অনেক!!
  • KC University College, Jhenaidah ।। কেসি বিশ্ববিদ্যালয় কলেজ
    Feb 6, 2014 to 2016Jhenida, Dhaka, Bangladesh
    খুব শিক্ষা হইছে ...
    মারাত্মক, মর্মস্পর্শী, মর্মান্তিক .... মর্মাহত ...
  • Bangladesh National University
    HonoursDhaka, Bangladesh
    Session 16-17
    শিক্ষা অর্জন চলছে ...
    চলবে ....
  • Shishukali Model High School
    Jan 1, 2008 to 2014Business & Finance
    ছোট্ট জীবনের সবটায় পেয়েছি শিশুকলি থেকে। বাবা মায়ের পরে সব থেকে বেশি ভালবেসেছি এখানকার শিক্ষকদের কে। প্রচুর ভালবাসা ও স্নেহ পেয়েছি .

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একতারা ভাস্কর্য, একতারা চত্বর হরিণাকুন্ডু

রূপ; বহুরূপ !

সব লোকে কয় লালন কি জাত সংসারে।