ঝিনেদা থিয়েটার
সাংস্কৃতিক কর্মী · July 19, 2014 to present · Jhenida, Dhaka, Bangladesh
আত্মপ্রকাশ ১৯৮৬ সালে।কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের বকুল তলা – সবেদা তলায় প্রতিষ্ঠা হয়! দলটি শহর ছাড়াও বিভিন্ন গ্রাম- গঞ্জে নাটক মঞ্চস্থকরে যথেষ্ট সুনাম অর্জনকরেছিলো ,নাটকগুলির মধ্যে ছিলো লাশ,করমআলীর দুরবিন,কাকলাশ, ককটেল, বাসন সহ অনেক সুনাম ধন্য নাটক মঞ্চায়ন করে,নাদিম উদ্দিন রানা এই সংগঠনের প্রতিষ্ঠাতা,সেই সময়ে গনেশ নন্দী, চঞ্চল সরকার, রেসাউদ্দোল্লাহ রেসা,স্বপন,পবিত্র রায়,কাজল বিশ্বাস ,অরুন, সনত,হাসিব,বাপ্পি সহ,আরো অনেকের নাম এই সময়ে মনে করতে পারছি না,আছে কি না জানি না। বেশ কিছু সুনাম ধন্য নাট্যকর্মি কাজ করতো,৯৬ সালের পর দলটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়, পরবর্তীতে 200৭ দিকে ঝিনাইদহের উদীয়মান তরুণ নাট্য কর্মী ও সংগঠক শামীম আহম্মদের নেতৃত্বে এক ঝাঁক তরুণ নাট্য কর্মী আবারো ঝিনেদা থিয়েটারের কার্যক্রম শুরু করে,শুরুতেই জনৈক মহা প্রয়াণ, ককটেল ২,বাসন,ডাকঘর,পুতুলের বিয়ে, নিশান, ইঁদারা,ককটেল ১,অন্ধকার, একটি কুকুরের শ্রেণী চরিত্র, খেপা পাগলার প্যাঁচাল,জলবায়ু পরিবর্তন এবং ,অন্ধকার সহ বেশ কিছু নাটক সফল মন্ঞায়ন করে, বেশ
জনপ্রিয়তা পাই এই দলটি, বর্তমানে ঝিনাইদহের অন্যতম নাট্য দল হিসাবে সুনামের সাথে পথ চলছে,ঝিনেদা থিয়েটারের অন্যতম শিশু সংগঠন ভোর হলো আজ স্হানীয়,জাতীয় পর্যায়ে বেশ অবদান রাখছে, দলটির বর্তমানে সভাপতি ঝিনাইদহের খুব পরিচিত সাংস্কৃতিক সংগঠক একরামুল হক লিকু ,ওনার সফল নেতৃত্বে আজ ঝিনেদা থিয়েটার ওপারভেজ ইমামের নেতৃত্বে ভোর হলো সফলভাবে পথ চলছে.এবং ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় চলছে যেখানে নাটক, গান,আবৃত্তি, নাচ,ছবি আঁকার ক্লাস নিয়মিত চলছে, সংগীতের তালিম দিচ্ছেন ঝিনাইদহের সংগীতের প্রধান ওস্তাদ বাবু অজয় কুমার দাস,ওস্তাদ আবদুল গাফফার অংকনের শিক্ষক শফিক স্যার, নাটকের ক্লাস নিচ্ছেন শামীম আহম্মেদ সহ অন্যান্য সুনাম ধন্য প্রশিক্ষক গন,হাতের মুঠোয় হাজার বছরের সংস্কৃতি বুকে ধারন করে।
ঝিনেদা থিয়েটার প্রতিবছর “বাউল হাট ” নামে একটি লোক উৎসব করে থাকে,এই দলের বর্তমানে বড় অর্জন লালন ফকির লালন শাহ্,সিরাজ শাহ, পান্জু শাহ দুদ্দু শাহ সহ শত মনিষীর জন্মভিটায় পৃথিবীর সবচেয়ে বড় একতারা প্রতিষ্ঠা,যার স্বপ্ন পুরুষ থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু,সহ সংগঠনের কর্মীরা। ঝিনাইদহের নাট্য প্রেমিরা আশা করে এই নাট্য দল তাদের নতুন নতুন মন্চ নাটক নিয়ে মন্চে আসুক বারবার, নাটকছাড়াও বিভিন্নসাংস্কৃতিক ,জাতীয় ,কর্মকান্ডে সম্পৃক্তথাকে,দলটি প্রতিবছর বার্ষিক উৎসব করে থাকে যেখানে দেশ বরেণ্য নাট্যজন, শিল্পী, সাহিত্যিক, অংশগ্রহণ করে,দলটির অন্যতম উৎসব হলো লোক উৎসব, নাট্য উৎসব, দুইবাংলার উৎসব, সহ সকল জাতীয় অনুষ্ঠান করে থাকে, নাটক গান, কবিতা,নাচ,সংগঠনের মুল প্রাণ, দলটিতে বর্তমানে ইতিহাস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক জাগো এবং নাটক পন্তা আকালীর মহড়ায় আছে খুব শ্রীগ্রই নাটক দুটো মন্ঞে আনবে ঝিনাইদহের অন্যতম এই নাট্য দলটি। ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গন যাদের দৃপ্ত পদচারনায় মুখরিত হবে , সে সব প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে ঝিনেদা থিয়েটার, আত্ম প্রকাশের এই দিনে আপনাদের সহযোগিতা ও পরামর্শ এগিয়ে যাওয়ার পাথেয় হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন