পোস্টগুলি

খুশি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার এক খুশিতেই আমি খুশি !

ছবি
আমার একটা খুশি আছে ! যে আমাকে ডাক দেয়ার সময় বিশ্ব হারামজাদা , ফাজিল , বাদর , পন্ডিত এমন অনেক ধরনের উপমা ব্যবহার করে থাকে ।  ঈদের দিন পৃথিবীতে এসেছিল বলে দাদা নাম রেখেছিল খুশি আর তার পর থেকেই ঈদগুলো সব খুশির ঈদ হয়ে গেল ।  একে নিয়ে বেশি কিছু লিখব না শুধু এটুকুই বলব , বড় বোন বলে ওকে কখনো ভয় কিংবা শ্রদ্ধা করিনি , ভালবেসেছি সবটুকু দিয়ে । ছোট থেকেই নাম ধরে ডাকতে পছন্দ করি ।  আমার অগোছালো জীবনের সবগুলো অধ্যায় ওর মুখস্থ , গোপন রাখতে গিয়েও কখনো তা সম্ভব হয়ে ওঠেনি , যদিও খুশি আমার গল্ পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ! খুশি , আমার একমাত্র বড় বোন । যদি কখনো রান্না করতে যায় তাহলে রান্না ঘরের ভেতর থেকে যুদ্ধের শব্দ শোনা যায় । তারপর , আমার সামনে এসে বলবে “ দেখ ভাই , হাতের কি অবস্থা ... দেখ নখের কি অবস্থা ... লবণ ঠিক আছে কিনা দেখ হা হা হা ইত্যাদি ইত্যাদি । আমি ওর থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলোর ভাগ নিতে পছন্দ করি । ওর মুখ টিপতে আমার খুব ভাল লাগে । একে নিয়ে বেশি কিছু লিখব না শুধু এটুকুই বলব , একে ছাড়া প্রিন্স অফ পার্সিয়ার একটা লেভেলও পার করতে...