ভালোবাসতাম বলে কোনো শব্দ পৃথিবীতে নেই !




তোমরা আমার কাছে প্রচুর ভালোবাসা পাবে, 
মুক্ত আকাশের মতো বিশালতা ... 
কিন্তু তার জন্য আছে ছোট্ট এক‌টি শর্ত। 
ঘৃণা করতে পারবো না, 
যতই আঘাত আসুক তোমাদের থেকে। 
যাদেরকে ভালোবাসা হয় তাদেরকে ঘৃণা করতে নেই, 
ঘৃণা করা যায় না! ভালোবাসতাম বলে কোনো শব্দ পৃথিবীতে নেই 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একতারা ভাস্কর্য, একতারা চত্বর হরিণাকুন্ডু

রূপ; বহুরূপ !

সব লোকে কয় লালন কি জাত সংসারে।