সার্থক জনম মাগো তোমায় ভালবেসে
কিছু দিন যাবৎ প্রায় সন্ধ্যায় একটা বাড়ির পাশ দিয়ে যেতে হয়, মাটির দেয়াল আর টিনের চাল সব মিলে একটাই থাকার ঘর , কোনো প্রাচীর নেই , ছোট্ট একটা রান্না ঘর .... বাড়ির পেছনে একটা বড় পুকুর ... দুই পাশে ধান ক্ষেত ... ঝিঁঝিপোকার আর ঘুগড়ার ঝাঝালো চিৎকার. শুনতে পাই ! প্রতিদিন সন্ধ্যায় হারিকেনের আলোতে পড়তে বসে ছোট্ট একটা ছেলে .. আর মায়ের কাছে তার হাজারটি প্রশ্ন ... ভেতরটা জুড়িয়ে যায় ! অনেক মায়া এ বাড়িতে .. প্রতি সন্ধ্যায় হারিকেনের আলোতে আর টিনের ওপরে থাকা চাদেঁর আলোতে আমি দেখতে পাই ছোট্ট ছেলেটির পড়া ফাকি দেয়ার দুষ্টু মিষ্টি কৌশল! !!! সার্থক জনম মাগো জন্মেছি এ দেশে । সার্থক জনম মাগো তোমায় ভালবেসে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন