আর কথা হবে না, বাতাস সেদিন একদম থেমে যাবে !!!!

মানুষের জীবনকে সিনেমার গল্পের সাথে তুলনা করা চলে না কারন এ জীবন চক্রের গল্প তিন বা সাড়ে তিন ঘন্টার ভেতরে প্রকাশ করা সম্ভব না !! অদ্ভুত এক একাকিত্বের মোহময়তা ঘিরে থাকে আমাদের জীবনে সারাক্ষণ জুড়ে । প্রতিটা জীবন জুড়ে রয়েছে অপ্রাপ্তি !! শুরুতে কিছুটা সময় আনন্দে কাটে, অনেক আনন্দ !!! তারপর একাকিত্ব ভর করে, কি যেন নেই, কে যেন নাই ! সময়ের সাথে সাথে সময় কমতে থাকে আর এটাই হচ্ছে বাস্তব ! এই নির্মম খেলা যখন চলছে তখন একে একে অনেক চরিত্র জীবনটাকে রাঙ্গিয়ে দিতে আসে, মনে হয় এটাই প্রাপ্তি । এদিকে সময় চলে যাচ্ছে সময়ের মত করে ..... তাকিয়ে দেখার মত সময় নেই !! কোনো এক বাকে এসে জীবন হঠাৎ প্রশ্ন করে " তুমি আমাকে কি দিয়েছ " !! উত্তর দিতে গিয়ে শব্দ গুলো এলোমেলো হতে পারে কারন চারিদিক তখন একা, বাতাসে একাকিত্ব !! নিজেকে ছাড়া মানুষ কাউকে বুঝে না,বুঝতেও চায় না। তখনো চাওয়া পাওয়ার হিসেব মেলানো বাকি। একটা সময় কে যেন বলে উঠবে, জীবন এত কঠিন কেন? জীবন হাসতে হাসতে বলবে "এখনো অনেক সময় বাকি" ... দেখ চারিদিকে কত রঙ !! মনে হবে অভিযোগ করি কিন্তু কার কাছে, আর কিভাবে? এদিকে সময় বড্ড কম ... একটা সময় মনে হবে চারিদিকে শুধুই প্রশ্ন !! প্রাপ্তিগুলো হৃদয়ে দাগ কাটতে অক্ষম .. একজন একজন করে মানুষগুলো হারিয়ে যাবে জীবনের বাকে বাকে, বাতাসে শূন্যতা !! মনে হবে তখন যদি ঘটনাটা এমন না হয়ে এমন হত ইসসস বড্ড ভাল হত... .. এদিকে সময় যাচ্ছে নিজের গতিতে। চারিদিকে সবকিছু আছে কতশত মানুষ কিন্তু কি যেন নেই, কে যেন নাই !! ঠাট্টার ছলে সময়গুলো গান, সুর, গল্প উপন্যাসে রুপ নেয় ... হাত ধরাধরি করে জীবন চলছে এক একাকিত্বের হাইওয়েতে !! কেন যেন মনে হবে স্বার্থের আগুনে জলসে যাওয়া পৃথীবিতে মানুষেরা নিজেরাই নিজেদের একা বানিয়ে ফেলেছে, বাতাসে পোড়া গন্ধ !!! শত মানুষের ভিড়ে কাছের মানুষটাকে এত অচেনা লাগছে ! ভেবে অবাক হয়ে যায় জীবন, বাতাস থমকে গেল ! এত ভালবাসা সেকেন্ডের ভেতর কোথায় যেন হারিয়ে গেল !! এদিকে সময় চলে যাচ্ছে .. .. .জীবনের বাকে বাকে কত রঙ, কত মায়া, কত্ত কি ! কখনো হিট, কখনো সুপার ডুপার হিট আবার কোনো কোনো বাকে গিয়ে দেখা যাবে জীবনটা সুপার ফ্লপ !! তাতে কি, সময় বড্ড কম .. এভাবেই প্রতিটা জীবন সময়ের হাত ধরে চলবে একাকিত্বের হাইওয়েতে .. হাটতে হাটতে মনে পরবে " কেউ হাত ছেড়ে দেয় আর কেউ কেউ ধরে রাখে প্রাণপণে, ইসসস সেই হাতটা যদি আজ ধরতে পারতাম, বাতাসে হাহাকার !! সময়টা একদিন বলে উঠবে কি যেন নেই, কে যেন নাই ! আর কথা হবে না, বাতাস সেদিন একদম থেমে যাবে !!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একতারা ভাস্কর্য, একতারা চত্বর হরিণাকুন্ডু

রূপ; বহুরূপ !

সব লোকে কয় লালন কি জাত সংসারে।