পোস্টগুলি

মাঝে মাঝে আমি লুকিয়ে থাকি!!

ছবি
মাঝে মাঝে আমি ডুব মারি / হারিয়ে যায় / লুকিয়ে থাকি!! একে বারে কোন খোজ খবর ছাড়া থাকার মতো। এটা আমার চরিত্রেরই একটি অংশ। এতে করে খুব সহজেই বেছে নেওয়া যায় আমার প্রকৃত কাছের মানুষগুলোকে । যারা আসলেই আমার অনুপস্থিতি অনুভব করে। পাশাপাশি সেই সব সুবিধা বাদীদেরও আলাদা করা যায় খুব সহজে। যারা নিজের ফায়দা তোলার জন্যে আমার কাছা কাছি ছিলো.....

ফিরে যাব " যদি মন কাঁদে "

ছবি
মনটা কাঁদছিল তাই ৯ নম্বর বিপদ সঙ্কেত চলা সত্ত্বেও বাকের ভাইকে না পেয়ে ভিজতে ভিজতে আগুনের পরশ পেতে হিমু বেশে গিয়েছিলাম নুহাশ পল্লীতে ..দীঘি লীলাবতীর ঘাটে তন্ন তন্ন করে মিসির আলীকে খুজেছি .. তোমার সমাধি আমাকে থমকে দিয়েছিল .. সমাধিতে বসে আমি পেয়েছিলাম সবাইকে, শুধুমাত্র তোমাকেই পাইনি আর পাব না ... তবুও বার বার ফিরে যাব " যদি মন কাঁদে " - # তোমাকে_ভুলিনি # ভুলতে_পারিনি # ভুলি_কি_করে

আমার গল্পে এই চরিত্রটি একটু বেশিই "বিশেষ"

ছবি
জীবনের কোনো এক অধ্যায়ে এক‌টি বিশেষ চরিত্রের কথা বলা আছে, আমার গল্পে এই চরিত্রটি একটু বেশিই "বিশেষ" !! শুধুমাত্র চোখের দিকে তাকিয়েই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে প্রতিটা মূহুর্তে, ছেলেটার সাথে আমার সম্পর্কটা ছিল ঠিক এর থেকেও গভীরতার। যা খুব সংক্ষিপ্ত আকারে আজ বলতে চাই, বলা দরকার। সিহাব এক‌টি নাম, আমার ছেলের নাম। প্রতিটি সন্তান যেমন বাবার হাত ধরে হাটা শেখে ঠিক তেমনি শিহাবও আমার হাত ধরে হাটতে ভালবাসত। আমার কাছাকাছি থাকতে ভালবাসত। আমার সাথে ইতিহাস গড়তে ভালবাসত। আমার কথাগুলো শুনত আর মনের ভেতর গেথে রাখত। সিহাব, আমার ছেলের নাম, আমার বন্ধুর নাম, আমার মামার নাম, আমার ডায়েরির নাম আর আমার জীবনের এক‌টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। পরিচয় হয়েছিল সম্ভবত কোনো এক নাটকীয় দৃশ্যের মধ্যে দিয়ে। একটা গাং নিয়ে চলতাম, তখন আমি হয়ত ৭-৮ বছরের কাছাকাছি, সেই সময়টাতেই নামটা প্রথম শুনি। আমার থেকে কিছু বছর বেশি বয়সের একটি ছেলেকে দেখতাম চুপচাপ থাকতে। ওদের বাসার পিছনে রাস্তার ওপরে ছিল আমার ক্রিকেট পিচ, নানা বাড়ির ঠিক পাশের বাড়িটা। কিভাবে জানিনা একদিন কাছে টেনে নিলাম, হয়ত এটাই বিধাতা তার বিধান...

মহাকালের স্রোত

ছবি
সদ্য পৃথিবীতে আসা শিশুটির দিকে তাকিয়ে মনে হলো, পৃথিবী এমনই এক‌টি স্থান যেখানে সব সময় একরকম খেলা চলে। খেলায় কেউ জিতছে আবার কেউ হারছে কখনো কখনো সমান সমান। আজ অমুক সেরা ধনী তোহ কাল তমুক! যাইহোক, পৃথিবী যেমন তার নির্দিষ্ট গতিতে চলছে তেমনি আমরাও। সৃষ্টির শুরুতে ধরণী কেমন ছিল জানিনা কিন্তু মানুষ সৃষ্টির পর থেকে একের পর এক বিচিত্র সব ঘটনা ঘটে চলেছে। শুরুতেই এরা একসঙ্গে থাকতে শেখেনি। শুরুর সময়টাতে মানুষ একাকী জীবনযাপন করত! শিখতে অনেক সময় লেগেছে। যখন বিপদে পরেছে তখন অনুভব করেছে একসঙ ্গে থাকার দরকার, তার আগে নয়। সেই থেকে শুরু হয়ে আজ অব্দি মানুষ একসঙ্গে রয়ে গেছে বিপদমুক্ত থাকার তাগিদে! খাদ্যের অভাব পূরনে, হিংস্র পশুর আক্রমণ থেকে বাচার তাগিদে, নিরাপত্তার প্রয়োজন সহ নানাবিধ কারণে আজ অব্দি মানুষ একসঙ্গে থাকছে। তবে সময়ের সাথে সাথে প্রয়োজন গুলোর পরিবর্তন ঘটেছে কিঞ্চিৎ! এখন মানুষ একসঙ্গে থাকার জন্য টাকা এবং ভালবাসার (নিরাপত্তার আপডেট ভার্সন) ব্যবহার শুরু করেছে ব্যপক মাত্রায়!! শুনতে কটু লাগলেও মানতেই হবে । আজ ভালবাসার রং বদলে যাচ্ছে বাতাসের ঝাপটাতে। আজ একে ভালবাসতে ইচ্ছে করে তোহ কাল ওকে। টাকার প্র...