ফিরে যাব " যদি মন কাঁদে "

মনটা কাঁদছিল তাই ৯ নম্বর বিপদ সঙ্কেত চলা সত্ত্বেও বাকের ভাইকে না পেয়ে ভিজতে ভিজতে আগুনের পরশ পেতে হিমু বেশে গিয়েছিলাম নুহাশ পল্লীতে ..দীঘি লীলাবতীর ঘাটে তন্ন তন্ন করে মিসির আলীকে খুজেছি .. তোমার সমাধি আমাকে থমকে দিয়েছিল .. সমাধিতে বসে আমি পেয়েছিলাম সবাইকে, শুধুমাত্র তোমাকেই পাইনি আর পাব না ... তবুও বার বার ফিরে যাব " যদি মন কাঁদে " -






#তোমাকে_ভুলিনি
#ভুলতে_পারিনি
#ভুলি_কি_করে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একতারা ভাস্কর্য, একতারা চত্বর হরিণাকুন্ডু

রূপ; বহুরূপ !

সব লোকে কয় লালন কি জাত সংসারে।