সবাই স্বার্থের দর কষাকষি নিয়ে ব্যস্ত !!

এই বেচা কেনার পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা নিতান্তই দর্শক ! যেখানে সবাই স্বার্থের দর কষাকষি নিয়ে ব্যস্ত !! মানুষগুলো নির্বাক হয়ে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে কিন্তু দু’চোখে দেখেও কিছু বুঝতে পারে না । অনেকে নতজানু হয়ে স্বার্থ আদায় করছে !! কেউ বা নিজ সত্তা বিসর্জন দিয়ে কিনে নিচ্ছে আবার কেউ কেউ আভিজাত্যের অহঙ্কার দিয়ে । কোথাও কোথাও চলছে ভালোবাসার দর-দাম , কেউ কিনছে আবার কেউ বেচছে পাশাপাশি কেউ কেউ । ঐ দর্শকসারি থেকেই কিছু মানুষ হঠাৎ করে নতুন দোকান খুলে বসে , চলে স্বার্থের দর কষাকষি … হিসাব খাতার বাইরে থাকা মানুষগুলো একসময় খাতাই যুক্ত হয় সাথে কিছু পুরাতন নাম কাটাও পরে , খাতা শেষ হলে নতুন খাতা ! এইতো গড় .. ….
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন